মালদা জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ: পশ্চিমবঙ্গে যারা সরকারি চাকরী খুঁজছেন তাদের জন্য সুখবর। মালদা জেলা ম্যাজিস্ট্রেট অফিস, ট্রেজারী দপ্তর থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী রা ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের অবশই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানা আবশ্যিক।ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই ০৮/০৮/২০১৮ তারিখের মধ্যে আবেদন পত্র টি নিম্ন লিখিত ঠিকানায় জমা দিন। মনে রাখবেন উক্ত তারিখ এর পরে কিন্তু আবেদন পত্র জমা দেওয়া যাবে না। এই পদে নিয়োগ সক্রান্ত জরুরি কিছু তথ্য নিচে দেওয়া হলো।
নতুন: মিউনিসিপাল কাউন্সিলার অফিসে ক্লার্ক, টাইপিস্ট, ড্রাইভার, পাম্প অপারেটর ও আরো অনান্য পদে নিয়োগ চলছে
মালদা জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ এর সংক্ষিপ্ত বিবরণ
১. প্রতিষ্ঠানের নাম: চঞ্চল ট্রেজারী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, মালদা
২. ওয়েবসাইট: malda.gov.in
৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
৪. শূন্য পদ: ০১ টি
৫. বয়স সীমা: আনুমানিক ৪০ বছর (অফিসিয়াল বিজ্ঞপ্তি তে বিবরণ দেওয়া নেই)
৬. বেতন: ১১,০০০ টাকা প্রতি মাস
৭. আবেদনের তারিখ: ০৮/০৮/২০১৮
মালদা জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণ
১. শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত কোনও বোর্ড বা ইন্সটিটিউশন থেকে স্নাতক (Graduate)পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ৷ এবং ‘O’ লেভেল স্তরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
২. বয়স সীমা: নিয়োগ এর বিজ্ঞপ্তি টি তে বয়স সীমা সংক্রান্ত কোনো তথ্য প্রদান করা হয়নি। তবে প্রাথীদের অনুরোধ জানানো যাচ্ছে যে আপনার আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি ভালো করে পড়ে নিন।
৩. বেতন: পদ টির জন্য ১১,০০০/- প্রতি মাস হিসাবে বেতন ধার্য করা হয়েছে। এবং বার্ষিক ইনক্রিমেন্ট প্রথম ৫ বছরের জন্য ৫০০/- এবং পরবর্তী কালের জন্য ৬০০/-
৪. আবেদন ফী: আবেদন ফী শুন্য
৫. নির্বাচন প্রক্রিয়া: ৪০ নম্বরের লিখিত পরীক্ষা ও কম্পিউটার প্রাকটিক্যাল টেস্ট এর মাধ্যমে প্রাথী নির্বাচন করা হবে।
মালদা জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কি ভাবে আবেদন করবেন
আবেদন প্রক্রিয়া: পদটির জন্য উপযুক্ত এবং ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই ০৮/০৮/২০১৮ তারিখের মধ্যে আবেদন পত্রটি জমা দিতে হবে। মনে রাখবেন উক্ত তারিখ এর পরে কিন্তু আবেদন পত্র জমা দেওয়া যাবে না। আবেদন পত্রটির সাথে নিজের ঠিকানা লেখা পোস্টাল স্ট্যাম্প সহ খাম (envelope) ও গুরুত্ব পূর্ণ নথি (supporting documents) নিম্নলিখিত ঠিকানায় হাতে করে বা পোস্ট এর মাধ্যমে ০৮/০৮/২০১৮ তারিখ বিকাল ০৫.০০ টার মধ্যে জমা করতে হবে।
ঠিকানা:
To
The District Magistrate & Collector,
Malda, General Establishment Section,
Malda Collectorate,
Malda: 732101
গুরুত্বপূর্ণ নথি:
১. জেরক্স ও এটেস্টেড করা শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র।
২. জেরক্স ও এটেস্টেড করা বয়স এর প্রমান পত্র।
৩. জেরক্স ও এটেস্টেড করা কম্পিউটার এর সার্টিফিকেট।
৪. জেরক্স ও এটেস্টেড করা ভোটার কার্ড বা আধার কার্ড।
৫. জেরক্স ও এটেস্টেড করা প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।
৬. সাম্প্রতিক কালার পাসপোর্ট সাইজ ছবি।
এখন থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি ডাউনলোড করুন
বিঃদ্রঃ – উপরের দেওয়া বিষয়বস্তু কেবল মাত্র চাকরি প্রার্থীদের তথ্যের উদ্দেশ্যের জন্য দেওয়া হয় | jobupdate.in কোনো রিক্রুটিং এজেন্সি নয় বা কোনো নিয়োগ প্রক্রিয়া বহন করে না | jobupdate.in কেবল একটি সংবাদ মাধ্যম যা ভারতের বিভিন্ন নিয়োগের মৌলিক তথ্য প্রদান করে | এতএব সকল চাকরি প্রার্থীদের কে অনুরোধ জানানো যাচ্ছে যে নিয়োগের সম্পর্ন বিবরন ও আবেদনের বিশদ তথ্যের জন্য কোম্পানী/ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট গুলি খাতিয়ে দেখে নেবেন। এবং আবেদন করার আগে ভালো করে যাচাই করে নেবেন ,এবং কোনোরকম প্রতারণা পূর্ণ নিয়োগ অফারের জন্য সতর্ক থাকুন ,টাকার বিনিময়ে কেউ চাকরির প্রলোভন দেখালে তাতে সাড়া দেবেন না। আমরা jobupdate.in এর পক্ষ থেকে শুধু মাত্র চাকরির সন্ধান দিয়ে থাকি। jobupdate.in শুধু মাত্র একটি সংবাদ মাধ্যম।
My from Sonamura sepahijala Tripura
Hlw sir/mam my name is Bikram kharwar and my qualification 12th pass ,and other qualification BA 2nd year computer knowledge basic ..i really need this job so please give me a achance to sow my skills
My contact no 8016364827
Disst.Kota Rajsthan
Mujhe urgent jarurat hai job ki plz…joining me